ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিউল সফরে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
সিউল সফরে হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এএফপির

কম্যুনিস্ট শাসিত উত্তর কোরিয়ার বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচনা করতেই হিলারির এই সিউল সফর।

 

এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে বন্ধ থাকা বাণিজ্যও যাতে আবার শুরু করা যায় সে বিষয়েও আলাচনা হবে।

এই সফরে তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিমসাং-হুয়ানের সঙ্গে সাক্ষাৎ  করবেন। যিনি উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা যাতে আবার শুরু করা যায় সে বিষয়ে হিলারির প্রশংসা করেন।

একদিনের এই সফর শেষে রাতেই তিনি সুনামি দুর্গত জাপান সফরে যাবেন। জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র।

খোলামেলা আলোচনায় হিলারি বলেন, আমি বিশ্বাস করি বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক আলোচনার মাধ্যমেই উত্তর কোরিয়ার পরমাণু সমস্যার সমাধান করা সম্ভব।

কয়েকদিন আগে এক মার্কিন নাগরিককে উত্তর কোরিয়া আটক করে। তাকে ম্ক্তু করার জন্য  উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক নতুনভাবে শুরু করতে হতে পারে।  

বাংলাদেশ সময়: ২১০৫ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।