ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির জন্য আশ্রয়দাতা দেশ খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
গাদ্দাফির জন্য আশ্রয়দাতা দেশ খুঁজছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: লিবিয়ার স্ট্রংম্যান মুয়াম্মার গাদ্দাফিকে আশ্রয় দিবে এমন দেশের সন্ধানে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। নিউইয়র্ক টাইমস শনিবার এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

তাকে আশ্রয়দানকারী দেশের একটি ছোট তালিকা করেছে মার্কিন প্রশাসন। ওবামা প্রশাসনের তিনজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, তারা এমন একটি দেশ খুঁজছেন যে রোম সংবিধিতে সই করেনি বা অনুসমর্থন জানায় নি। এতে করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের জন্য তাকে সহজেই হস্তান্তর করা যাবে।

গত দুই মাস ধরে চলা গণবিক্ষোভে নিজ দেশের মানুষ হত্যা এবং ২১ ডিসেম্বর ১৯৮৮ সালে দক্ষিণ স্কটল্যান্ডের লকারবিতে প্যান অ্যাম-১০৩ বিমানে হামলায় ১৬ ক্রু এবং ২৪৩ যাত্রী নিহতের ঘটনায় হ্যাগের আইসিসিতে গাদ্দাফির বিরুদ্ধে অভিযোগ আনা হবে। গাদ্দাফির সামরিক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারাও অভিযুক্ত হতে পারেন।

এ প্রেক্ষিতে গাদ্দাফির শেষ আশ্রয় আফ্রিকার কোনো দেশেই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এ মহাদেশের বেশিরভাগ দেশই রোম বিধিতে সই করে নি। অবশ্য আমেরিকা নিজেও এ চুক্তিতে সই করে নি।

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা ইরাক অভিজ্ঞতা থেকে কিছু শিখেছি। তার মধ্যে একটি হলো প্রশাসনিক পরিবর্তন লিবীয়দেরই নিয়ে আসতে হবে। আমরা নই। ’

তিনি বলেন, ‘যদি সুযোগ আসে তাহলে আমরা শুধু শান্তিপূর্ণভাবে দেশটি ছাড়তে কিছু পন্থা খোঁজার চেষ্টা করছি মাত্র। ’

মাত্র এক সপ্তাহ আগে ন্যাটো বাহিনী গাদ্দাফি বাহিনীর ওপর বোমা হামলাসহ বিভিন্নভাবে চাপ সৃষ্টির পরও তার ক্ষমতা ছাড়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।