ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কিউবার পুনর্জন্ম হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
কিউবার পুনর্জন্ম হচ্ছে

হাভানা: কিউবার শীর্ষ রাজনৈতিক পদে এখন থেকে দুই দফায় পাঁচ বছর করে সবোর্চ্চ ১০ বছরের সময়সীমা নির্ধারণ করে দিলেন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। একইসঙ্গে তিনি সরকার ব্যবস্থারও পুনর্জন্মের ঘোষণা দিয়েছেন।



দীর্ঘ ১৪ বছর পর কিউবায় ক্ষমতাসীন কমুউনিস্ট পার্টির প্রথমবারের মতো আয়োজিত কংগ্রেসের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট রাউল বলেন, দলের নেতৃত্ব নবায়ন করতে হবে এবং নেতার আত্মসমালোচনা করার ক্ষমতা থাকতে হবে।    
 
রাউল (৭৯) তার নিজের ওপরই প্রথমে এই নতুন আইন বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন। বড় ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্টর দায়িত্ব পান রাউল।

কাস্ত্রোরা দুই ভাই মিলে মোট ৫২ বছর ধরে কিউবাকে শাসন করে চলেছেন৷

রাউল কাস্ত্রো কিউবার জনগণকে মানসিক জড়তা থেকে বেরিয়ে এসে নতুন করে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

এদিকে, ৮৪ বছর বয়সী ফিদেল দলের সম্মেলনে উপস্থিত না থাকতে পারলেও এই আয়োজনে গর্বিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।