ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তির সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে। রোববার মার্কিন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবর এএফপির।

গত শনিবার ঘূর্ণিঝড়টি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ধ্বংসের ব্যাপক চিহ্ন রেখে গেছে। এতে ঘরবাড়ি ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান মাটিতে লুটিয়ে পড়ে। বিশাল অঞ্চলে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এনবিসি টেলিভিশনে এ তথ্য সম্প্রচার করা হয়।

এর আগে মিসিসিপি, অ্যালাবামা, ওকলাহোমা, আরকানসা ও টেক্সাসে নিহতের সংখ্যা ২২ জন বলে উল্লেখ করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার আরকানসা ও জর্জিয়ায় ভয়াবহ ঝড় আঘাত হানে।

এ ঝড়ে বিশেষ করে, নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। বহু ঘরবাড়ি ধসে যায়। কর্মকর্তারা বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে। বিস্তৃত অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অ্যালাবামায় নিহত সাত ব্যক্তির মধ্যে এক মা ও তার দুটি শিশু রয়েছে। তাদের বসতবাড়ির ওপর গাছ উপড়ে পড়লে তারা মারা যায়।

আবহাওয়াবিদরা জানান, শক্তিশালী ঝড়টি রোববার সকালে আটলান্টিক মহাসাগরের দিকে চলে গেছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।