ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু শক্তিই এখনো জীবাশ্ম জ্বালানির সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
পরমাণু শক্তিই এখনো জীবাশ্ম জ্বালানির সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প

দুবাই: বিশ্বে তেলের বিকল্প জ্বালানি হিসেবে পরমাণু শক্তিই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মত দিয়েছেন জাতিসংঘ পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) সাবেক প্রধান মহম্মদ আলবারাদি। ভূমিকম্প ও সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে নিঃসরিত তেজস্ক্রিয় বিকিরণে সৃষ্ট ভয়াবহ সঙ্কটের পরও এটিই সবচেয়ে ভাল বিকল্প হিসেবে মনে করেন তিনি।

খবর এএফপির।

দুবাই গ্লোবাল এনার্জি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বারাদি বলেন, ‘নির্ভরযোগ্য সরবরাহ উৎস হিসেবে আজ জীবাশ্ম জ্বালানির একমাত্র বাস্তব বিকল্প হচ্ছে পরমাণু শক্তি। ’

অবশ্য গত বছরের নভেম্বরে আইএইএ প্রধানের পদ থেকে অবসর নেওয়া এ মিশরীয় ফুকুশিমা পরমাণু সঙ্কটের কারণে পরমাণু শক্তির ওপর মানুষের আস্থায় ভাটা পড়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘ফুকুশিমার ঘটনা নিঃসন্দেহে পরমাণু শক্তির ওপর আস্থায় একটি উল্লেখযোগ্য আঘাত। ’
 
দুবাইতে তার এ বক্তব্য সবার মধ্যে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

গত মার্চে জাপানে সংঘটিত ৯ মাত্রার ভূমিকম্প ও ১৪ মিটার উচ্চতার সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ৬টি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হয়। এ এলাকাটি রাজধানী টোকিও থেকে উত্তর-পূর্ব দিকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু দুর্ঘটনার পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।

এ ব্যাপারে বারাদি বলেন, চেরনোবিল এবং ফুকুশিমার ঘটনা দুটিকে একটি ত্রুটি হিসেবেই দেখা উচিত।

মিশরে গণবিক্ষোভে হোসনি মোবারকের পতনের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বারাদিকে একজন শক্ত প্রার্থী  হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।