ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেশিরভাগ জাপানি নতুন প্রধানমন্ত্রী চায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
বেশিরভাগ জাপানি নতুন প্রধানমন্ত্রী চায়

টোকিও: স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপানের বেশিরভাগ জনগণ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নতুন কাউকে চায়। সম্প্রতি এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

খবর এএফপির।

জাপানের জনপ্রিয় নিক্কেই পত্রিকা শুক্রবার টেলিফোনে এক জনমত জরিপ শুরু করে, তা চলে তিন দিনব্যাপী। তবে প্রধানমন্ত্রী নাওতো কানের মন্ত্রিসভার সমর্থন ২২ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশ হয়েছে। সমর্থন আগের তুলনায় বাড়লেও জরিপে নেওয়া ৬৭ শতাংশ ব্যক্তি কানকে সমর্থন করেন না।

এই জরিপে দেখা গেছে, দেশটির সাধারণ জনগণ গত ১১ মার্চের ভয়াবহতা থেকে জনগণকে রক্ষা এবং তাদের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়।

জরিপে ১৬০৩ জনের মতামত নেওয়া হয়। এদের ৭০ শতাংশ বিপর্যয় মোকাবেলায় সরকারকে খুব কমই কৃতিত্ব দিয়েছেন। ১৯ শতাংশ লোক ফুকুশিমা পরমাণু চুল্লির সংকট মোকাবেলার জন্য সরকারের প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।