ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

দামাস্কাস: সিরিয়ায় নিরাপত্তাবাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। দীর্ঘ ৫০ বছরের জরুরি অবস্থা তুলে নেওয়ার আশ্বাসের পরদিন রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে কয়েক হাজার লোক রাস্তায় নেমে আসে।



বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সরকারি বাহিনী তাদের ওপর বিনা উস্কানিতে গুলি ছোড়ে। মানবাধিকার কর্মী রজন জাইতুনা বলেন, দেশব্যাপী নিরাপত্তা বাহিনী কোনো ধরনের উস্কানি ছাড়াই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি পালন করছিল।

রজন বলেন, হোমস শহরের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি করলে নয়জন নিহত হয়। আরেক মানবাধিকার কর্মী উইসাম তারিফ বলেন, উপকূলীয় শহর লাটাকিয়ায় দুইজন চিকিৎসকসহ নিরাপত্তা বাহিনী চারজনকে গুলি করে মেরেছে।

এই দিন ৮৬ জন বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এর আগে প্রেসিডেন্ট আসাদ ঘোষণা দেন, আগামী সপ্তাহেই জরুরি আইন তুলে নেওয়া হবে।

এদিকে, রোববারের ঘটনার জন্য সরকার বিক্ষোভকারীদের দায়ী করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিদেশি শক্তির মদদ রয়েছে। তবে বিক্ষোভকারীরা এই অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।