ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিনায়ক সেন কারামুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
বিনায়ক সেন কারামুক্ত


রায়পুর: ভারতের মানবাধিকার কর্মী বিনায়ক সেন সোমবার ছত্তিশগড়ের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।



এর আগে বিনায়ক সেনকে সোমবার তার জামিনের শর্ত হিসেবে পাসপের্ট জমা দিতে বলেন ছত্তিশগড়ের একটি আদালত।

অতিরিক্ত জেলা ও দেওয়ানি বিচারক বিপি ভার্মা তার আদেশে বলেন, জামিনের শর্ত হিসেবে বিনায়ক সেনকে ব্যক্তিগত অঙ্গীকারনামা ও নিশ্চয়তা হিসেবে ৫০ হাজার রুপি জমা দিতে হবে।

সেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি চরমপন্থী নকশালদের সঙ্গে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়েছেন। এ অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ছত্তিরশগড়ের আদালত যাবজ্জীবন কারাদ- দেন।

এ রায়ের বিরুদ্ধে ভারতসহ বিশ্বের নানা প্রান্তের বুদ্ধিজীবী, লেখক শিল্পী, সাহিত্যিক প্রতিবাদ করে।

উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সেনের উকিল মহেন্দ্র দুবে তার জামিন চেয়ে আদালতে আবেদন করলে আদালত সেনের জামিন কার্যকর করতে এসব নির্দেশনা দেয়। ৬১ বছর বয়সী বিনায়ক সেন ২০১০-এর ডিসেম্বরে দোষী সাব্যস্ত হন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।