ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তান সফলভাবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি ও দ্য ডনের।

পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ‘হাতফ ৯’ নামের এই ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার দূরে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।   সামরিক বাহিনীর একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ‘পাকিস্তানের অস্ত্র উন্নয়ন কৌশল কর্মসূচিতে প্রতিরোধী ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। হুমকি মোকাবিলায় এ ব্যবস্থা দ্রুত সাড়া দিতে সক্ষম। ’

দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান বিতর্কিত ভূখ- কাশ্মীর দখল নিয়ে এ পর্যন্ত তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে। ১৯৯৮ সাল থেকে দুটি দেশই নিয়মিত পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র করে আসছে। ’ পাকিস্তানের অস্ত্রভা-ারে স্বল্প, মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।

১৯৯৮ সালে ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালালে এর পরপরই পাকিস্তানও একই পরীক্ষা চালায়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।