ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
ভারতের অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৫

তাওয়ান: ভারতের অরুণাচল প্রদেশের তাওয়ান জেলায় মঙ্গলবার একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। খবর এনডিটিভির।



মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসময় হেলিকপ্টারটিতে ২৩ জন লোক ছিল। এদের মধ্যে দুই শিশু ও পাঁচজন ক্রু রয়েছে। তাওয়ান শহরের একটি অবতরণ স্থানে ১৫ মিটার উচ্চতা থেকে গিরিখাদে পড়ে যায়। এর আগে হেলিকপ্টারটি আসামের গৌহাটি থেকে উড্ডয়ন শুরু করে।

হেলিকপ্তারটি পবন হানস কোম্পানির মালিকানাধীন। পবন হানস সূত্রে জানা যায়, ক্রুদের মধ্যে ক্যাপ্টেন বরুণ গুপ্ত ও ক্যাপ্টেন তিওয়ারি রয়েছে।

এতে পাঁচজন নিহত হওয়ার পাশপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারো পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।