ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যর্থতা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণে

দল থেকে ছুটি চাইলেন কংগ্রেসের ‍যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
দল থেকে ছুটি চাইলেন কংগ্রেসের ‍যুবরাজ রাহুল গান্ধী

ঢাকা: দল থেকে কয়েক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত হারের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গুছিয়ে নিতে কংগ্রেসের ‍যুবরাজ এ ছুটিতে যাচ্ছেন।



দলীয় সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের দ্বিতীয় শীর্ষ এ নেতা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে ছুটি নিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, গত বছরের মে মাসে লোকসভা নির্বাচনে কট্টরপন্থি বিজেপির কাছে নাকানি-চুবানি খাওয়ার পর থেকেই উদারপন্থি কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিম্নগামী হয়ে চলেছে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সর্বশেষ দিল্লির বিধানসভা নির্বাচনেও বিধ্বস্ত হতে হয়েছে কংগ্রেসকে, এখানে উপরুন্ত কোনো আসন ছাড়াই থাকতে হয়েছে তাদের।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো- লোকসভা নির্বাচনের প্রচারণায় যেমন রাহুলই ছিলেন অগ্রভাগে, তেমনি বিধানসভা নির্বাচনগুলোর প্রচারণায়ও নেতৃত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ যেখানেই তার প্রচারাভিযান জোরদার হয়েছে, সেখানেই কংগ্রেসের ভোট লক্ষ্যণীয়ভাবে কমেছে।

সূত্র বলছে, কংগ্রেসের এই টালমাটাল অবস্থায় বর্তমান ও পরবর্তী করণীয় কী হবে- তা নিয়ে নিগূঢ় বিশ্লেষণ করেই দলের শীর্ষ পরিষদ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আসন্ন বৈঠকে যোগ দিতে ছুটিতে যাচ্ছেন রাহুল।

অবশ্য, এটাকে রাহুলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চূড়ান্ত পদক্ষেপ বলে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রাহুলের পদোন্নতি হতে পারে বলেও আভাস দিচ্ছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সংবাদমাধ্যম বলছে, কংগ্রেসের অবস্থানের নিম্নগামিতার জন্য দলের একাংশ ৪৪ বছর বয়সী ব্যাচেলর রাহুলকে যতই দায়ী করুক, এখনও দলের নীতি-নির্ধারকরা তার ওপরই ভরসা রাখতে চাইছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।