ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১১৪ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ কিমুরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
১১৪ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ কিমুরা

টোকিও: বিশ্বের সবচেয়ে বয়সী ব্যক্তি জাপানের জিরোমন কিমুরা। মঙ্গলবার ১১৪ বছরে পা দিলেন তিনি।

কিমুরার জন্ম ১৮৯৭ সালের ১৯ এপ্রিলে।

কিমুরা তার ১১৪-তম জন্মদিনটি একদমই সাদামাটাভাবে, সবার অলক্ষ্যে কিয়োটো শহরে পারিবারিকভাবে পালন করলেন।

জন্মদিনে কিমুরাকে কিয়োটোর কিয়োটাঙ্গোর অঞ্চলের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। এসময় কর্মকর্তাদের উদেশে তিনি বলেন, ‘এটা খুবই সম্মানের এবং আমার অনুভূতি কেবল ভাষায় প্রকাশ করতে পারব না। ’

প্রথম জীবনে একটি ডাকঘরে প্রায় ৪০ বছর কাজ করেছেন কিমুরা। অবসর নেওয়ার পর ৯০ বছর বয়স পর্যন্ত তিনি কৃষিকাজ করেন।  

তার সাত ছেলেমেয়ের পাঁচজনই জীবিত। নাতি-নাতনির সংখ্যা ১৪, তাদের ছেলেমেয়ের সংখ্যা ২৫। এদের ঘরেও ছেলেমেয়ে ১১ জন।

তার খাদ্য তালিকা বেশ উন্নত। তার পছন্দের খাবার হলো লাল শিম (রেড বিন) দিয়ে তৈরি কেক এবং ভাত।

বার্ধক্য নিয়ে কাজ করে লসঅ্যাঞ্জেলস ভিত্তিক এমন একটি গবেষণা গ্রুপ জানায়, বৃহস্পতিবার স্বাভাবিক কারণে ওয়াল্টার ব্রুয়েনিং-এর ১১৪ বছর বয়সে মৃত্যুর পর কিমুরা-ই এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ওয়াল্টার যুক্তরাষ্ট্রের মনটানা অঙ্গরাজ্যের একজন রেলওয়ে কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।