ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়াতে জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১
সিরিয়াতে জরুরি অবস্থা প্রত্যাহার

দামাস্কাস: জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে সিরিয়াতে। খবর বিবিসির ১৯৬৩ সাল থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি ছিল।



এর আগে মঙ্গলবার হোমস শহরে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৪জন নিহত হয়। এক প্রত্যক্ষদর্শী বিবিসির সাংবাদিককে বলেন, তিনি একজনকে গুলি খেয়ে মরতে দেখেছেন।

এর আগে সশস্ত্র বিদ্রোহের ঘটনার পর মঙ্গলবার সব ধরনের বিক্ষোভ সমাবেশের ওপর নিষেধাঞ্জা জারি করেছে সিরিয়ার সরকার।

বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার হোমস শহরে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে মঙ্গলবার চার জন নিহত হয়েছে।
 
রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ ইব্রাহিম আল-শার জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো সংগঠনের ব্যানারে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং অবস্থান ধর্মঘট থেকে বিরত থাকুন। ’

তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা যদি বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখেন, তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। ’

শার বলেন, ‘আপনাদের দাবির প্রেক্ষিতে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। ’

সিরিয়াতে ১৯৬৩ সাল থেকে জারি করা জরুরি আইন প্রত্যাহারের দাবিতে গত ১৫ মার্চ  দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত সপ্তাহে ঘোষণা দেন, ‘এক সপ্তাহের মধ্যে জরুরি আইন তুলে নেওয়া হবে। ’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে চলা বিক্ষোভে এ পর্যন্ত ২০০ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।