ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সফল উপগ্রহ উৎক্ষেপণ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
সফল উপগ্রহ উৎক্ষেপণ ভারতের

শ্রীহরিকোটা: ভারতের পিএসএলবি-সি১৬ রকেটে বুধবার দূর নিয়ন্ত্রণ (রিমোট সেন্সিং) সামর্থ্য বাড়াতে রিসোর্সস্যাট-২ নামের উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ সংস্থা। এর সঙ্গে আরও দুটি ছোট উপগ্রহও রয়েছে।

খবর এনডিটিভির।

প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও সমীক্ষায় এগুলো সহায়তা করবে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে ভারতের মহাকাশ সংস্থা (আইএসআরও) এ উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এতে ভারতের খরচ হয়েছে ৯০ কোটি রুপি। ছোট দুটিসহ তিনপি উপগ্রহের মোট ওজন ১৪০৪ কেজি।

তামিল নাড়– প্রদেশের রাজধানী চেন্নাই থেকে ৯০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি১৬ রকেটটি তিনটি উপগ্রহ নিয়ে উড্ডয়ন শুরু করে। এর ১৮ মিনিট পর উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়।

নিখুঁতভাবে ভূমি থেকে ৮২২ কিলোমিটার ওপরে উপগ্রহগুলি উড়ে যাওয়ার পর আইএসআরও-এর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণাণ ঘোষণা দেন, ‘পিএসএলভি-সি২৬ উৎক্ষেপণ অভিযান সফল হয়েছে। ’

ছোট দুটি উপগ্রহ রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্পের অধীনে মহাকাশে ছোড়া হয়েছে। এর একটির ওজন ৯২ কেজি আরেকটির ১০৫ কেজি। এগুলো নক্ষত্রম-ল ও আবহম-ল গবেষণায় কাজ করবে।

মিশন পরিচালক পি কুনহিকৃষ্ণাণ বলেন, ‘পুরো আইএসআরও কর্মকর্তা-কর্মচারীদের এটি আনন্দের মুহূর্ত। আইএসআরও প্রমাণ করেছে, মহাকাশ অভিযানে আমরা অনেক এগিয়েছি। ’

এ উপগ্রহ থেকে পাওয়া তথ্য জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে তথ্য সরাবরাহে সহায়তা করবে এবং বিভিন্ন খাত যেমন কৃষি, পানি সম্পদ, গ্রামীণ উন্নয়ন ও জৈব-সম্পদ ও ভূতাত্ত্বিক অনুসন্ধানে কাজে লাগবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রমে কাজে লাগবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।