ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সস্তায় স্বাস্থ্যসেবা পেতে ভারতে যেতে হবে না: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
সস্তায় স্বাস্থ্যসেবা পেতে ভারতে যেতে হবে না: ওবামা

ওয়াশিংটন: সস্তায় স্বাস্থ্যসেবা পেতে কাউকে এখন আর ভারতে যেতে হবে না। অবকাঠামো ও চিকিৎসাখাতে ব্যয় সংকোচন ঠেকাতে ওবামা তার প্রচারণামূলক আলোচনায় এ মন্তব্য করেন।



ওয়াশিংটনের পাশেই নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের একটি আলোচনায় মঙ্গলবার ওবামা বলেন, ‘আমরা ঘাটতি কমালাম কি না সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে, আমরা কিভাবে আমাদের ঘাটতি কাটিয়ে উঠব। ’

ওবামা বলেন, তার পরিকল্পনায় ধনীদের বেশি করে অর্থ দেওয়ার প্রস্তাব রাখবে। এতে চিকিৎসাসেবা (মেডিকেয়ার) ও চিকিৎসা সহায়তা (মেডিকএইড) আরও কার্যকর করা হবে। এছাড়া এতে করে শিক্ষা, জ্বালানি গবেষণা ও রাস্তাঘাট নির্মাণে ব্যয় বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, ‘আমাদের সামাজিক নিরাপত্তা বলয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিকিৎসা সহায়তা। আমার কথা হচ্ছে, কম খরচে চিকিৎসা পেতে আপনাদের মেক্সিকো বা ভারতে যেতে হবে না। আমি চাই, আপনারা খোদ যুক্তরাষ্ট্রেই ওই ধরনের উচ্চমানের সেবা পান। ’

তার পরিকল্পনার প্রতি সমর্থন করতে ওবামা দর্শকদের উদ্দেশে বলেন, ‘স্বাস্থ্যসেবার খরচ কমে কি না তা দেখতে চলুন আমরা একসঙ্গে কাজ করি। এটাই একটি বড় ধরনের পার্থক্য করতে যাচ্ছে। ’

রিপাবলিকানদের সমালোচনা করে ওবামা বলেন, তাদের বাজেট পরিকল্পনায় ধনীদের কাছ থেকে বেশি কর নিতে বাধা দেবে।

গত সপ্তাহে এ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় পাস হয়েছে। এখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।