ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে ১৬০ ভিন্নমতাবলম্বী আটক রয়েছে: এইচআরডব্লিউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
সৌদিতে ১৬০ ভিন্নমতাবলম্বী আটক রয়েছে: এইচআরডব্লিউ

দুবাই: সৌদি আরব সরকার গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৬০ জনের বেশি ভিন্নমতাবলম্বীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে লেখক নাদির আল-মাজিদও রয়েছেন।

খবর এএফপির।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি সরকার এসব শান্তিবাদী ভিন্নমতাবলম্বিদের আটক করে মানবাধিকার লঙ্ঘন করেছে।

বিশিষ্ট লেখক নাদিরসহ সব বন্দিকে অবিলম্বে মুক্তি দিতে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি দাবি জানানো হয়।
 
বন্দিদের বেশিরভাগই দেশটির পূর্ব প্রদেশে বসবাসকারী সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী কিছুদিন আগে দেশটিতে রাজনৈতিক সংস্কার ও বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে।

এসব নিরোপরাধ লোকদের আটকের ব্যাপারে উপসাগরীয় এ রক্ষণশীল দেশটির ঘনিষ্টমিত্র ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কোনো নিন্দা না জানায়নি। ফলে রাজনৈতিক বিবেচনায় বন্দি ব্যক্তিদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।