ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় দুই আলোকচিত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
লিবিয়ায় দুই আলোকচিত্রী নিহত

মিসরাতা: লিবিয়ার মিসরাতা শহরে গাদ্দাফির অনুগত বাহিনীর হামলায় দুই জন পশ্চিমা আলোকচিত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন সাংবাদিক।

খবর এএফপির।

নিহতদের মধ্যে রয়েছেন, পুরস্কারজয়ী ব্রিটিশ আলোকচিত্রী চলচ্চিত্র নির্র্মাতা টিম হিথারিংটন (৪১)। অস্কার মনোনয়নপ্রাপ্ত এ আলোকচিত্রী মিসরাতাতে গাদ্দাফি বাহিনীর রকেটচালিত গ্রেনেড হামরায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত অপরজন হলেন গেটির আলোকচিত্রী ক্রিস হোনড্রোস (৪১)। তিনি ১৯৯০ সাল থেকে শুরু হওয়া বিশ্বের বিভিন্ন স্থানের সংঘর্ষের ঘটনা কভার করেছেন। এর মধ্যে কসোভো, ইরাক এবং আফগানিস্তান অন্যতম।

ওয়ার্লড প্রেস ফটো সম্মাননাসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন হোনড্রোস। যুদ্ধবিষয়ক আলোকচিত্রে সবচেয়ে সম্মাানিত রবার্ট কাপা গোল্ড মেডেলও পেয়েছেন তিনি।

অপরদিকে হিথারিংটন ব্রিটিশ ও আমেরিকা দুই দেশের নাগরিকত্ব আছে তার। আফগানিস্তান যুদ্ধের আলোকচিত্রের জন্য ২০০৭ সালে তিনি ওয়ার্লড প্রেস ফটো সম্মাননা পান। আফগানিস্তান নিয়ে তৈরি তথ্যচিত্র ‘রেসট্রেপো’র জন্য ২০১০ সালে অস্কার মনোনয়ন পান।

নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি ফর দ্য প্রোটেকশন অব জার্নালিস্ট (সিপিজে) জানায়, সম্প্রতি লিবিয়াতে আরো দুই জন সাংবাদিক নিহত হয়েছেন।

এদের মধ্যে লিবিয়ার আল হুরা টিভির প্রতিষ্ঠাতা মহাম্মদ আল নাব্বুস । ১৯ মার্চ বেনগাজিতে সংঘর্ষের সময় তিনি নিহত হন। অপর জন আলজাজিরার ক্যামেরাম্যান আলি হাসান আল জাবের নিহত হন একই স্থানে ১৩ মার্চ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।