ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার অবস্থা আশঙ্কাজনক

পুত্তপার্থি: ভারতের আধ্যাত্মিক গুরু সাঁই বাবার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা বলেছেন, তার বেশিরভাগ প্রত্যঙ্গ খুব কম সাড়া দিচ্ছে।

খবর এনডিটিভির।

ভারত ও এর বাইরে তার ভক্তরা তাকে ঈশ্বরের অবতার হিসেবে গণ্য করে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় পুত্তাপার্থির হাসপাতালে ডাক্তাররা তাকে নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন। তার যকৃত ও রক্তচাপ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘শ্রী সত্য সাঁই বাবার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার বেশিরভাগ প্রত্যঙ্গ কাজ করছে না। ’

হাসপাতলের পরিচালক এএন সাফায়া বলেন, ‘সাঁই বাবাকে এখনো কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আর তার কিডনির চিকিৎসাও চলছে। ’

ডাক্তারদের একটি প্যানেল তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছে। ৮৪ বছর বয়সী অবতারকে গত ২৮ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেসময় তার শ্বাস-প্রশ্বাস ও হৃদযন্ত্রের সমস্যা ছিল। এরপর তার আরও অনেক শারীরিক সমস্যা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।