ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসলামাবাদের প্রত্যাখ্যান

জঙ্গি দমনে পাকিস্তান তৎপর না: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১
জঙ্গি দমনে পাকিস্তান তৎপর না: যুক্তরাষ্ট্র

ইসলামাবাদ: আফগানিস্তান সীমান্তে জঙ্গিদের তৎপরতা প্রতিহত করতে পাকিস্তানি সেনাবাহিনী যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসফাক পারভেজ কায়ানি। খবর দ্য ডনের।



তালেবানের সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা বাহিনী আইএসআই গোপন সম্পর্ক রক্ষা করে চলেছে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার এমন অভিযোগের কয়েক ঘণ্টা পরই কায়ানি বৃহস্পতিবার এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

সফররত মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে বুধবার জানান, আফগানিস্তানে তৎপর তালিবানের একটি গ্রুপ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আইএসআই-এর গোপন সম্পর্ক নিয়ে তিনি কায়ানির সঙ্গে কথা বলবেন।

মুলেন আরও বলেন, ‘আইএসআই-এর সঙ্গে হাক্কানি গ্রুপের সম্পর্ক দীর্ঘদিনের। তবে এর মানে এ নয় যে আইএসআই-এর সবাই এর সঙ্গে জড়িত। আমার বিশ্বাস ধীরে ধীরে এটার পরিবর্তন আসবে। ’

পরে এক যৌথ বিবৃতিতে মুলেন ও কায়ানি জানান, দু’দেশের সম্পর্ক অটুট রাখার ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে বিবৃতিতে তারা কেউ হাক্কানি গ্রুপের প্রসঙ্গ আনেননি।

গত বছরের জানুয়ারিতে পাকিস্তানে আমেরিকান সিআইএ ঠিকাদার রেমন্ড ডেভিস দুইজন পাকিস্তানি নাগরিককে গুলি করে। পরে তিনি দাবি করেন, তারা তাকে অপহরণের চেষ্টা করছিল। তবে এ ঘটনার পর থেকে জঙ্গি অভিযানে মিত্র এ দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০০০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।