ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিদ্রোহীদের জন্য মার্কিন অর্থ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

ওয়াশিংটন: লিবিয়ার গাদ্দাফিবিরোধী সশস্ত্র বিদ্রোহীদের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। অহিংসকাজে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে এ অর্থ অনুমোদন দিতে পার্লামেন্ট সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার এক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আইন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ম্যাকমানুসের পক্ষ থেকে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে শুক্রবার পাঠানো বার্তায় এ অর্থসহায়তার বিষয়টি জানা যায়।

বার্তায় জানানো হয়, লিবিয়ার বিদ্রোহী পক্ষকে বিভিন্ন পণ্য ও সেবা দিতে এ অর্থসহায়তা দেওয়া হবে। দেশটিতে সহিংসতার হুমকির মধ্যে যেসব অঞ্চল রয়েছে সেখানে বেসামরিক লোকদের নিরাপত্তা বিধানে সহায়তা করা হবে।

চিঠিটির সঙ্গে একটি স্মারকলিপিও সেঁটে দেওয়া হয়েছে। সেখানে পরিবহন যান, তেলবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, চিকিৎসা সরঞ্জাম, বর্মজাতীয় পোশাক, বাইনোকুলার এবং বেতার যন্ত্রের একটি তালিকা দেওয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় চিঠিটি প্রথম প্রকাশিত হয়। লিবিয়ার যুদ্ধকবলিত পশ্চিমাঞ্চলে ফ্রান্সের সামরিক উপদেষ্টা পাঠানো এবং ব্রিটেন ও ইতালির সমর্থন দেশটিতে সহিংসতা আরো দীর্ঘায়িত করতে পারে- গাদ্দাফি সরকারের এমন হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা আসল।

এদিকে, মিসরাতা শহরে গাদ্দাফি বাহিনীর হামলা অব্যাবহত রয়েছে। হামলায় দুই জন পশ্চিমা সাংবাদিক নিহত ও আরো তিনজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ এলাকা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘ অভিবাসী সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।