ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার জনসংখ্যা বাড়ানোর পরিকল্পনা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

মস্কো: রাশিয়ার জন্মহার এরকম থাকলে আগামী চার দশকে এর জনসংখ্যা ৩০ শতাংশ কমে যাবে। দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বুধবার পার্লামেন্টে তার বক্তৃতায় এ কথা বলে সতর্ক করেন।

খবর রিয়া নভোস্তির।

২০১৫ সালের মধ্যে রাশিয়ার জন্মহার বাড়ানোর লক্ষ্যে প্রজনন খাতে পুতিন পাঁচ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের পরিকল্পনা হাজির করেন। বিশ্বের বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ায় ২০৫০ সাল নাগাদ বর্তমান ১৪ কোটি ৩০ লাখ জনসংখ্যা কমে পৌঁছাবে ১১ কোটি ৬০ লাখে। ৬৫ লাখ বর্গমাইল আয়তনের দেশটিতে ধূমপান, মদ্যপান, দূষণ, দারিদ্র্য ইত্যাদি যে হারে বাড়ছে তাতে বিশ্লেষকদের এমনই ধারণা।

জনসংখ্যা কমে যাওয়া ঠেকাতে আগামী তিন বছরে পুতিন ২৫ শতাংশ জন্মহার বাড়ানোর পরিকল্পনা করছেন।

পার্লামেন্টে পুতিন বলেন, ‘প্রথমত, আশা করছি আমাদের গড় আয়ু বেড়ে ৭১ বছরে দাঁড়াবে। দ্বিতীয়ত, ২০০৬ সালের তুলনায় আমাদের জন্মহার ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর আশা করছি। ’

বিশ্লেষকদের ধারণা, দেশটির জনসংখ্যার এ বিপর্যয়ের কারণে আগামী ২০১৭ সালের মধ্যে প্রতিবছর ১০ লাখ জনশক্তি কমে যাবে।

১৯৯১ সালে রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪ কোটি ৬০ লাখ, সেটাই সবচেয়ে বেশি। এরপর ২০০০ সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর প্রতিবছর ৮০ লাখ জনসংখ্যা কমতে থাকে।

কয়েকদিন আগে প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাশিয়ার স্কুলগুলোতে মাদক পরীক্ষার আহ্বান জানান। এতে দেশের অর্থনীতি ও জনসংখ্যা বৃদ্ধিতেও ক্ষতিকর প্রভাব ফেলছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।