ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শেকসপিয়রের চেহারার আদলে চীনা লেখক...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বেইজিং: ব্রিটিশ নাট্যকার ও কবি উইলিয়াম শেকসপিয়রের চেহারার আদলে নিজের চেহারা তৈরি করার চেষ্টা করছেন চীনের একজন লেখক। আর এজন্য তার খরচ পড়বে এক লাখ ৫৩ হাজার মার্কিন ডলার।

বৃহস্পতিবার চীনের বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।

শেকসপিয়ারপ্রেমী ওই লেখনের নাম ঝ্যাং ইই। ১০ মাস ধরে তার ১০টি প্লাসটিক সার্জারির অস্ত্রোপচার করা করতে হবে। একাজ তিনি করছেন যাতে বিশ্বের মানুষ মহান এ লেখক ও নাট্যকারের স্মরণ করে এবং শোক প্রকাশ করে।

বিশেষজ্ঞরা বলছেন, ঝ্যাংয়ের চেহারায় শেকসপিয়রের আদল দেওয়া সম্ভব। কারণ এমনিতেই তীক্ষè নাক ও গভীর চোখের অধিকারী তিনি। ঝ্যাং বলেন, ‘ভাল মানুষ হওয়ার প্রচেষ্টার দিকে জীবন ধাবমান। আমার মনে হয়, এই অর্থ দিয়ে অস্ত্রোপচার হয়ে যাবে। ’

বই বিক্রি থেকে ঝ্যাং এ অর্থ পেয়েছেন। বইটি লিখতে তার চার বছর সময় লেগেছে। কেবল এই প্রথম ঝ্যাং গণমাধ্যমে খবর হয়নি। ২০০৬-এ চীনের একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপিকার কাছে চিঠি লিখে খ্যাতিক পান। এতে তিনি লেখেন, কেন ওই উপস্থাপিকার তাকে বিয়ে করা উচিৎ? বিয়ের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি দীর্ঘ একটি তালিকা পাঠান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।