ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফুকুশিমার চারপাশে ২০ কিমি এলাকায় প্রবেশ নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

টোকিও: জাপান সরকার বৃহস্পতিবার ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে ২০ কিলোমিটার এলাকায় না যাওয়ার জন্য তার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নাওতো কান ফুকুশিমা অঞ্চল পরিদর্শনে যান।

খবর কিয়োদো নিউজের।

সরকার আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করল। এ পরিকল্পনা বাস্তবায়নে নাওতো কান স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ আদেশ কার্যকর শুরু হচ্ছে।

মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিয়ো এদানো বলেন, তেজষ্ক্রিয় পদার্থে আক্রান্ত ও লুটপাট রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের আগ পর্যন্ত কেউ প্রবেশ করতে চাইলে পুলিশ আইনত তাতে বাধা দিতে পারত না। তবে জাপান সরকার স্থানীয় অধিবাসীদের জন্য সংক্ষিপ্ত সময়ে সেখানে যাওয়ার ব্যবস্থা করবেন, যাতে তারা স্বজনদের সঙ্গে নিতে পারেন।

এদিকে, রাশিয়ার ভূখণ্ডে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা সত্ত্বেও মস্কোর জরুরি বিভাগ জানিয়েছে, দূর প্রাচ্য অঞ্চলে তেজষ্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক।

গত ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পরমাণু স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে সমুদ্রের পানিতে, টোকিও খাদ্যদ্রব্য ও পানিতে তেজষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে। প্রাকৃতিক ওই বিপর্যয়ে এ পর্যন্ত ১৪ হাজার লোক নিহত ও আরও ১৪ হাজার নিখোঁজ রয়েছে। এছাড়া প্রায় ৮০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে, তাঁবুর নিচে অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।