ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

ইসলামাবাদ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসিকে কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন।



তারা জানান, মিরানশাহ শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে স্পিনোয়ামের একটি বাড়ি লক্ষ্য করে চারটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে হতহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এ অঞ্চলটি আল কায়েদা ও তালেবানের অভয়ারণ্য বলে গণ্য করা হয়। গত এক বছরে এখানে শতাধিক অভিযান চালানো হয়েছে।

মার্কিন দ্রোন হামলা পাকিস্তানের জাতীয় জঙ্গিদমন অভিযান আরো জটিল করে তুলছে- পাকিস্তান সফরে আসা মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনের কাছে সেনা প্রধান জেনারেল আসফাক কায়ানি এমন অভিযোগ করার এক দিন পরেই এ হামলার ঘটনা ঘটল।

স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় কিছু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

এর আগে ১৭ মার্চ একই এলাকায় মার্কিন ড্রোন হামলায় ৪০ জন নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক বলে জানা যায়। নিহতরা সবাই উপজাতি।

মার্কিন বাহিনী অবশ্য এরকম ড্রোন হামলার কথা সবসময় স্বীকার করে না। তবে বিশ্লেষকদের অভিমত, এ এলাকায় চালকবিহীন বিমান হামলা চালানোর মতো সামর্থ শুধু যুক্তরাষ্ট্রেরই আছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।