ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মার্কিন লেখকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
পাকিস্তানে মার্কিন লেখকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

লন্ডন: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়ে লেখা ‘থ্রি কাপস অভ টি’ বইটির লেখকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন একটি পাকিস্তানি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক। বইটিতে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয় বলে অভিযোগ করেছেন তিনি।



সম্প্রতি প্রকাশিত ও সর্বাধিক বিক্রিত এ বইটি লিখেছেন মার্কিন লেখক গ্রেগ মরটেনসেন। তিনি সেন্ট্রাল এশিয়া ইনস্টিটিউটের (সিএআই) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও একজন সাবেক পর্বতারোহী।

লেখকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন পাকিস্তানি আদিবাসী মনসুর খান।

মনসুর খান গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, ‘স্টোনস ইনটু স্কুলস’ ধারাবাহিকে একটি ছবির ব্যাপারে তার আপত্তি আছে। এর বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন। ছবিতে দেখানো হয়েছে ১৯৯৬ সালে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় ওই মানবতাবাদি লেখককে অপহরণে যুক্ত ছিলেন তিনি।

তিনি বলেন, অপহরণকারীদের ছবির ক্যাপশনে তার নাম দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন।

ইসলামাবাদে মনসুর খান বলেন, ‘আমি এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর কীভাবে অগ্রসর হব এবং কী ধরনের কৈফিয়ত দাবি করব তা নিয়ে ভাবছি। ’

খান দাবি করেন, স্থানীয় ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের ঐতিহ্য অনুযায়ী তার পরিবার পথ হারিয়ে ফেলা ওই পর্যটকের দেখভাল করছিল।

লেখক মরটেনসেনের লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, কীভাবে তিনি উত্তর পাকিস্তানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠায় অনুপ্রেরণা পেলেন। ওই এলাকায় দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে তিনি পথ হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে বেশ সমাদরের সঙ্গে দেখভাল করে।

বইতে ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের কাছে তার অপহৃত হওয়ার ঘটনা তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তবে বইতে তিনি শুধু অপহরণকারীদের নাম প্রকাশ করেছেন। তাদের কোনো পরিচয় উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক টিভি অনুষ্ঠান ‘৬০ মিনিট’ গত সপ্তাহে অভিযোগ করে, মরটেনসেন তার স্মৃতিকথায় কিছু কিছু স্থানে অতিরঞ্জিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।