ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ঘোষণায় যাজক টেরি জোন্সের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
কোরআন পোড়ানোর ঘোষণায় যাজক টেরি জোন্সের কারাদণ্ড

ডেট্রয়েট: কোরআন পোড়ানোর ঘোষণাকারী যুক্তরাষ্ট্রের যাজক টেরি জোন্সকে সংক্ষিপ্ত সময়ের জন্য কারাদণ্ড দিয়েছেন মিশিগানের একটি আদালত। খবর এএফপির।



টেরি জোন্সের কোরআন পোড়ানোর ঘোষণা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে ১ এপ্রিল এক সংঘর্ষে জাতিসংঘের সাত কর্মকর্তাসহ মোট ২০ জনের বেশি লোক প্রাণ হারান।    

যাজক টেরি জোন্স এবং তার সহকারী ওয়েন স্যাপকে কারাগারে পাঠানোর কারণ ব্যাখা করে বলেন,  তারা মিশিগানের ডিয়ারবর্নে আমেরিকান ইসলামি সেন্টারের পাশে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছিলেন, যা যুক্তরাষ্ট্রে সহিংতায় রূপ নিতে পারত।

আদালতে ওই যাজকের হাজিরা প্রসঙ্গে বিচারক বলেন, তার কোরআন পোড়ানোর ঘোষণায় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে উসকে দিয়েছে।

এদিকে, টেরি জোন্স বলেন, মার্কিন সংবিধানের প্রথম সংবিধানে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজনের অধিকার সংরক্ষণ করা আছে।

এর বিরুদ্ধে যুক্তি দেখিয়ে কৌঁসুলি রবার্ট মর‌্যান বলেন, জোন্সের ওই প্রতিবাদের সঙ্গে প্রথম সংশোধনীর কোনো সম্পর্ক নেই। এতে বরং যুক্তরাষ্ট্রের কমিউনিটিতে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারত।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।