ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কফি পানে রক্তচাপ বাড়ে না: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
কফি পানে রক্তচাপ বাড়ে না: গবেষণা

ঢাকা: নিয়মিত যাদের কফি খাওয়ার অভ্যাস আছে তাদের জন্য সুখবর হচ্ছে রক্তচাপ বৃদ্ধিতে এটা কোনোরকম ভূমিকা রাখে না।

আগে বিজ্ঞানীরা মনে করতেন কফি মানুষের রক্তচাপ বাড়ায় (হাইপারটেনশন) এবং হৃদপি-ের নানা ধরনের রোগ সৃষ্টি করে।



যুক্তরাষ্ট্রের জার্নালে এসংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।

গবেষকরা ৩৩ বছর ধরে এক লক্ষ ৭০ হাজার কফিসেবী লোকের ওপর এই গবেষণা করে এই স্দ্ধিান্তে উপনীত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্স অঙ্গরাজ্যের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের গবেষেক লিওয়েই চেন বলেন, গবেষণায় দেখা গেছে, কফি পান করা এবং রক্তচাপ বৃদ্ধির মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই এবং এটি সবার জন্য সমানভাবে কাজ করে না।

তিনি আরো বলেন, “কিছু মানুষের জন্য কফি নিরাপদ আবার একই কফি অন্যের জন্য নিরাপদ নাও হতে পারে। ”

নিউইয়কের্র মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের রক্তচাপ বিশেষজ্ঞ লরেন্স ক্যারাকফ বলেন, “আমি মনে করি না কফি রক্তচাপের জন্য দায়ী। তবে কেউ যদি দিনে ১২ কাপ কফি পান করে, আর এতে ঘুম না হয় সেটি তার জন্য সমস্যার কারণ হতে পারে। ”

বাংলদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।