ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের আধ্যাত্মিক গুরু সাঁই বাবা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
ভারতের আধ্যাত্মিক গুরু সাঁই বাবা মারা গেছেন

পুত্তপার্থি: ভারতীয় আধ্যাত্মিক গুরু সাঁই বাবা মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যুবরণ করেন তিনি।

খবর এনডিটিভির।

হৃদরোগের সমস্যায় হাসপাতালের নিবীর পর্যবেক্ষণ কেন্দ্রে দীর্ঘ তিন সপ্তাহ সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অন্ধ্রপ্রদেশ রাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর পুত্তপার্থির একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এ শহরেই তিনি জন্মগ্রহণ করেন।

হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সাঁই বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালের সামনে হাজার হাজার ভক্ত ভীড় করেছে। শোকার্ত ভক্তদের ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।