ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের সংকট নিরসনে সরে দাঁড়াতে রাজি সালেহ

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
ইয়েমেনের সংকট নিরসনে সরে দাঁড়াতে রাজি সালেহ

সান্না: অবশেষে জনগণের প্রত্যাশারই জয় হতে চলেছে আরব বিশ্বের আরেক দেশ ইয়েমেনে। চলমান সংকট নিরসনে দেশটির ক্ষমতাসীন জেনারেল পিপলস কংগ্রেস পার্টি ক্ষমতা থেকে পদত্যাগ করতে সম্মত হয়েছে।

খবর এএফপির।

এদিকে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর ক্ষমতা থেকে সরে দাঁড়ানো প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। তাদের দাবি, এখনই পদত্যাগ করতে হবে।

দলটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান ছয় জাতি নিয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি`র পরিকল্পনা মাফিক শনিবারের চুক্তিতে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।

সহিংসতা পরিহার করে, মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তনের আহ্বানে সাড়া দিয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট জিসিসির শর্ত মেনে নিয়েছেন।

চুক্তি অনুযায়ী সালেহ আগামী ৩০ দিনের মধ্যে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দেবেন এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্ট  নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

দীর্ঘ ৩২ বছর ধরে ইয়েমেনে শাসন চালিয়েছেন সালেহ। তিনি ১৯৭৮ সালে ক্ষমতায় এসেছিলেন ৷

তিউনিসিয়া থেকে মিশর হয়ে বিক্ষোভের ছড়িয়ে পরে ইয়েমেনের তরুণ সমাজে। বিক্ষোভকারীদের কয়েক মাসের উত্তাল আন্দোলনে ১৩০ জনের বেশী বিক্ষোভকারী নিহত হয়। টানা বিক্ষোভের মুখে সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।

এদিকে, এক বিবৃতিতে শনিবার হোয়াইট হাউস সালেহর জিসিসির সঙ্গে চুক্তিকে স্বাগত জানিয়েছে।


বাংলাদেশ সময়: ১১৫৬, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।