ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার সহিংসতা বন্ধের আহ্বান ওবামার

আন্তর্জাতিক ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
সিরিয়ার সহিংসতা বন্ধের আহ্বান ওবামার

দামাস্কাস: সিরিয়ার চলমান সহিংসতা ও দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে সহিংস পরিস্থিতি তৈরিতে ইরান সাহায্য করছে বলেও শুক্রবার অভিযোগ করেন তিনি।

খবর এএফপির।

ওবামা বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হামলা এখনই বন্ধ করতে হবে। ’

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর সশস্ত্র হামলায় শুক্রবার কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে।

এদিকে, সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। মুন বলেন, প্রেসিডেন্ট আসাদকে অবশ্যই মানবাধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হতে হবে। তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিতেও সরকারকে তাগিদ দিয়েছেন।

আরব বিশ্বের অন্যান্য দেশ তিউনিসিয়া, মিশর, লিবিয়া এবং ইয়েমেনের মতোই সিয়িয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে গণতন্ত্রকামী জনগণ।

বাংলাদেশ সময়: ১৩৩৬, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।