ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সনির সাবেক প্রধান ও সিডির জনক ওগা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
সনির সাবেক প্রধান ও সিডির জনক ওগা আর নেই

টোকিও: তথ্য ধারণ ও বহনের ইলেকট্রনিক ডিভাইস সিডির (কমপ্যাক্ট ডিস্ক) জনক বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি সনির প্রেসিডেন্ট নরিয়ো ওগা মারা গেছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। খবর এএফপির।

১৯৮২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি সনির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বিশ্বে সঙ্গীত, সিনেমা এবং কম্পিউটার গেমস রেকর্ড আকারে সহজলভ্য করতে ইলেকট্রনিক্স সামগ্রীতে তার পরিচালিত এ প্রতিষ্ঠানটি বিপ্লবী ভূমিকা রেখেছে।

তার মৃত্যুতে সনির বর্তমান প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট হাওয়ার্ড স্ট্রিনজার বলেন, হার্ডওয়্যার ও সফটওয়্যার জগতে সনিকে নতুন করে পরিচিত করতে ওগা যে সফলতা দেখিয়েছেন জাপানে কোনো কোম্পানি তা পারেনি। ’

তিনি বলেন, এটা বাড়িয়ে বলা হবে না যে, বিনোদনমূলক সামগ্রী তৈরিতে সনির বিকাশ এবং বিশ্ববাজারে দাপটের সঙ্গে অনুপ্রবেশ তার দূরদৃষ্টি ও স্বপ্নের ফসল।

সিডিতে তথ্যধারণ কৌশল উদ্ভাবনের পর ওগার নেতৃত্বে সিবিএস করপোরেশনের সঙ্গে যৌথভাবে ১৯৬৮ সালে সনি/সিবিএস রেকর্ডস নামে প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। বর্তমানে এটিই সনি মিউজিক এন্টারটেইনমেন্ট নামে পরিচিত।

১৯৮৯ সালে তিনি হলিউডের স্টুডিও কলাম্বিয়া পিকচার কিনে নেন ৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে। সনির করপোরেট লোগোটিও তার ডিজাইন করা।

তার নেতৃত্বেই রয়্যাল ফিলিপস ইলেকট্রনিক্সের সঙ্গে মিলে ১৯৮২ সালে সিডির ব্যবহার নিয়ে এসে সঙ্গীত শিল্পে বিপ্লব ঘটে যায়।

তবে আধুনিক ভিএইচএস ফরম্যাট আসার পর সিডির ব্যবহার কমে যাওয়ায় সনির ব্যবসায় কিছুটা মন্দা দেখা দেয়। তবে একজন পথিকৃৎ হিসেবে ওগা চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর তার উৎসাহে একসময় শুরু হওয়া কম্পিউটার ভিডিও গেম ব্যবসা এখনো বিশ্বে জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।