ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইলিয়াম-কেটের বিয়ের অতিথি তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
উইলিয়াম-কেটের বিয়ের অতিথি তালিকা প্রকাশ

লন্ডন: প্রিন্স উইলয়াম ও কেট মিডলটনের বিয়ের আমন্ত্রিত অতিথিদের তালিকা এবং তাদের চূড়ান্ত আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। শনিবার ব্রিটিশ রাজপরিবার থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

খবর এএফপির।

এক সপ্তাহ আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ রাজকীয় বিয়েতে আমন্ত্রণ পাওয়া এক হাজার ৯০০ জন অতিথির কথা উল্লেখ করা হয়। এদের মধ্যে ফুটবল তারকা ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া, সঙ্গীতশিল্পী স্যার এলটন জন এবং চলচ্চিত্র পরিচালক গাই রিচি অন্যতম।

তবে নতুন প্রকাশিত তালিকায় যুক্ত হয়েছেন গায়ক জস স্টোন এবং মিস্টার বিন খ্যাত কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। এরা দুজনই উইলিয়ামের বাবা প্রিন্স চার্লসের ঘনিষ্ঠ বন্ধু।

বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাও এ রাজকীয় বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন বলে ব্রিটিশ রাজপ্রাসাদ সেন্ট জেমস প্যালেস সূত্র নিশ্চিত করেছে। তবে, রাজনৈতিক সংস্কারের দাবিতে বাহরাইনে চলমান বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় সরকারের দমনমূলক আচরণের কারণে যুবরাজের উপস্থিতি নিয়ে আপত্তি করেছেন মানবাধিকার কর্মীরা।

সারা বিশ্বের বিভিন্ন রাজপরিবার থেকে আরো প্রায় ৪০ অতিথি বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর মধ্যে ডেনমার্ক, নরওয়ে, থাইল্যান্ড এবং মরক্কোর রাজপরিবারের সদস্যরা বিয়ে অনুষ্ঠানে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অন্য অতিথিদের মধ্যে আরো থাকবেন ব্রিটিশ সরকার ও প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা, আফগানিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী সেনারা এবং প্রিন্স উইলিয়ামের দাতব্য প্রতিষ্ঠানের কর্মীরা।

রাজপ্রাসাদের কর্মকর্তারা আরো জানিয়েছেন, প্রথা অনুসারে বিভিন্ন দেশের রাজপরিবারের প্রধানরা এরকম রাজকীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

এছাড়া, কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের বাইরে কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয় না। এ নিয়ম অনুযায়ীই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এ বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।