ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহন ও পাকিস্তানি সেনাপ্রধানের গোপন আলোচনা

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
মনমোহন ও পাকিস্তানি সেনাপ্রধানের গোপন আলোচনা

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে গোপনে আলোচনা করেছেন। খবর এনডিটিভির।



জনপ্রিয় ব্রিটিশ দৈনিক টাইমস অব লন্ডনের একটি প্রতিবেদনে রোববার এ খবর প্রকাশ করা হয়। ১০ মাস আগে তাদের মধ্যে এ আলোচনা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কায়ানির সঙ্গে আলোচনার জন্য ১০ মাস আগেই মনমোহন তার ব্যক্তিগত দূত পাঠান। মূলত কায়ানিই পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করেন।

প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত নিরসনে দেশ দুটির প্রতি আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে।

এদিকে, গত মাসে উভয় দেশের ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে দুই দেশের প্রধানমন্ত্রী এক সঙ্গে মাঠে বসে খেলা উপভোগ করায় সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত নিরসের নতুন আলোর মুখ দেখতে পেয়েছে।

পাকিস্তানের ক্ষমতাধর সেনাপ্রধান কায়ানি চলতি সপ্তাহে আফগানিস্তান সফর করেছেন। তিনি সেখানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের শান্তি পরিষদের সঙ্গে আলোচনা করেবেন।

বাংলাদেশ সময়: ১৫১৩, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।