ঢাকা: দু’দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে ২৮ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মাটিতে পা রাখলেন।
মরিশাসের রাজধানী পোর্ট লুইস থেকে ভারতের একটি বিশেষ প্লেনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছান মোদী।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সকাল ৫টা ২৫ মিনিটে প্লেনটি অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
সফরকালে প্রধানমন্ত্রী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন মোদী। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এ সফর। তিন দেশ সফরে সিসিলিস ও মরিশাস ঘুরে শ্রীলঙ্কা পৌঁছেন মোদী।
এর আগে ১৯৮৭ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধী শ্রীলঙ্কা সফরে যান।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫