ঢাকা: দাবানলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় বন্দরনগরী ভ্যালপ্যারাইসো ও ভিনা ডেল মারেতে জরুরি অবস্থা জারি করেছে চিলির কর্তৃপক্ষ।
এ ঘটনায় ওই দুই শহরের কয়েক হাজার অধিবাসী প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে বলে জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
ভ্যালপ্যারাইসো এবং ভিনা ডেল মার থেকে প্রায় সাড়ে চার হাজার অধিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং আরো প্রায় ১০ হাজার মানুষ সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বনভূমি থেকে সৃষ্ট দাবানলের ঘটনায় গত বছর এপ্রিলে ভ্যালপার্সিওতে ১৫ জন নিহত ও ৫শ’র বেশি মানুষ আহত হয়। এছাড়া বিধ্বস্ত হয় ৩ হাজারের বেশি বাড়িঘর।
চিলির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরনগরী ভ্যালপ্যারাইসোর কাছে একটি জঙ্গলে অবৈধ আবর্জনার স্তুপ থেকে শুক্রবার (১৩ মার্চ) এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর বাতাসের প্রবাহের কারণে দ্রুত তা ছড়িয়ে পড়তে শুরু করে।
প্রায় সাড়ে ৭শ’ একর এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে জানিয়ে শুক্রবার মধ্যরাতে জরুরি অবস্থা জারি করে চিলির কর্তৃপক্ষ।
আগুন যাতে ভ্যালপ্যারাইসোতে ঢুকতে না পারে সেজন্য রাতভর দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ এবং অগ্নিনির্বাপক কর্মীরা চেষ্টা করেন।
এ ঘটনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড মোকাবেলার সময় তিনজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন বলেও জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫