ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিলামে উঠেছে মার্গারেট থ্যাচারের হাতব্যাগ

আন্তর্জাতিক ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
নিলামে উঠেছে মার্গারেট থ্যাচারের হাতব্যাগ

লন্ডন: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ব্যবহৃত একটি হাতব্যাগ নিলামে উঠেছে। খবর এএফপির।



এই হাতব্যাগকে তার ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় । এটা বিক্রির অর্থ দিয়ে দাতব্য প্রতিষ্ঠানের ব্যয়ভার মেটানো হবে। দ্য ডেইলি সানডে টাইমস পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।

এই হাতব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে তিনি মন্ত্রীদের নির্দেশ দিতেন।

নিলাম ডাকা প্রতিষ্ঠান হ্যামার ক্রিস্টিতে জুনের ২৭ তারিখে এর দাম উঠেছে এক লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।

মার্গারেট থ্যাচার প্রধানমন্ত্রী থাকাকালে কালো রঙের অ্যাসপ্রে  এই ব্যাগটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রায়ই ব্যবহার করতেন।

ব্যঙ্গচিত্র শিল্পিরা এই ব্যাগকে নিয়ে রকমারি কার্টুন আঁকতেন।
 
থ্যাচারের মন্ত্রী সভায়(১৯৮৫-১৯৯০) কাজ করা লর্ড বেকেন বলেন, এটা ছিল তার গোপন অস্ত্র। এই ব্যাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকত।

থ্যাচার এই ব্যাগটি মন্ত্রীসভার টেবিলের উপরে তার কর্তৃপক্ষ হিসেবে রাখতেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।