ঢাকা: অতীব নিরাপত্তাজনিত উদ্বেগে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে দেশটির জেদ্দা এবং দাহরানেও কনস্যুলার সেবা সাময়িক স্থগিত করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দূতাবাস। বিবৃতিতে সৌদি আরব ভ্রমণরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
রোব ও সোমবার দূতাবাসের কোনো কার্যক্রম চলবে না উল্লেখ করে ওই বিবৃতিতে আশঙ্কা করা হয়, সৌদি আরবে কর্মরত পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তেল শ্রমিকরা জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পরিণত হতে পারে।
কোনো সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও ওই বিবৃতিতে বলা হয়, পুরো সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নিজের আশপাশে নজর রাখতে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
দূতাবাসের এই সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিতে নাগরিকদের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫