ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞ চলছে

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞ চলছে

নিকোসিয়া: সরকার বিরোধী উত্তাল বিক্ষোভের মুখে সিরিয়ার সেনাবাহিনী দেশটির আন্দোলনকারীদের ওপর সোমবার সকালেও হত্যাযজ্ঞ চালিয়েছে। খবর এএফপির।



সামরিক ট্যাংকসহ সরকারি সেনাবাহিনী দারা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে এবং তাদের গুলিতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়।

কয়েকজন মানবাধিকার কর্মী টেলিফোনে এএফপিকে বলেন, সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু লোক আহত হয়েছে। সেনাবাহিনী ট্যাংক ও বন্দুক নিয়ে দেশটির  দক্ষিণাঞ্চলীয় শহর দারার দিকে রওনা হয়েছে।

তারা জানান, তিন হাজার সেনাসদস্য সামরিক ট্যাঙ্ক ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সোমবার সকালে দারা শহরের কেন্দ্রে অবস্থান নেয়। সেনা হামলায় বিক্ষোভকারীদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তারা।

তবে তাদের মধ্যে একজন বলেন, মৃতদেহগুলো রাস্তায় পরে রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে বিক্ষোভকারীরা মাসব্যাপী আন্দোলন অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীরা দেশে রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছে।

শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

বাংলাদেশ সময়: ১৩২০, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।