ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
তিউনিসিয়ায় জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ নিহত ১৯ ছবি : সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রখ্যাত বারদো জাদুঘরে জঙ্গি হামলায় ১৭ বিদেশি পর্যটকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বুধবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে।



হামলায় নিহতদের মধ্যে রয়েছেন এক তিউনিসিয়ান ও আরেকজন পুলিশ সদস্য এবং ইতালিয়ান, স্পেনিশ, পোলিশ ও জার্মান নাগরিক।

তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহতদের সংখ্যা ২২ হতে পারে।

এ হামলায় আরো অন্তত ২২ বিদেশি পর্যটক ও ২ তিউনিসিয়ান আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী দুই বন্দুরধারী জঙ্গিকে হত্যা করেছে। এছাড়া তাদের ধরতে অভিযান চলছে।

এদিকে, হামলার সময় ঘটনাস্থলের পাশেই অবস্থিত পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আলোচনা চলছিল।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী হাবিব এসিদ, এ হামলাকে দেশের ইতিহাসের সংকটপূর্ণ সময় বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫/আপডেট: ২৩২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।