ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি কমনওয়েলথ গেমসের প্রধান আয়োজক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগ তদন্তে দিল্লি কমনওয়েলথ গেমস ২০১০-এর আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।



এর আগে গত জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে সুরেশ কালমাদিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সুরেশ কালমাদি অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু পুলিশ বলছে, গেমসের বাণিজ্যিক ঠিকাদারদের ঘুষ দেওয়া সংক্রান্ত ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

২০১০ এর অক্টোবরে দিল্লি কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। গেমসের শুরু থেকেই বহু অনিয়মের অভিযোগ ওঠে।

ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) একজন মুখপাত্র জানান, কালমাদি সুইজারল্যান্ডের একটি কোম্পানিকে গেমসের টাইমার এবং স্কোরিংয়ের উপকরণাদি সরবরাহের কাজ অন্যায়ভাবে পাইয়ে দেওয়ার পক্ষে কাজ করেন।            

কালমাদিকে সম্ভবত মঙ্গলবারে আদালতে হাজির করা হবে। দোষী সাব্যস্ত হলে প্রমাণিত হলে তার এক বছরের কারাদ- হতে পারে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।