ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৬-এ যুক্তরাষ্ট্রের যুগ শেষ: আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
২০১৬-এ যুক্তরাষ্ট্রের যুগ শেষ: আইএমএফ

ঢাকা: বিশ্বে আমেরিকার আধিপত্যবাদী যুগের সমাপ্তি ঘটবে আগামী ২০১৬ সালে, সোমবার প্রথমবারের মতো এ ধরনের মন্তব্য করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের অনুমান অনুযায়ী, প্রকৃত অর্থে চীনের অর্থনীতি আমেরিকার অর্থনীতিকে ছাড়িয়ে যাবে আজ থেকে পাঁচ বছর পর, ২০১৬ সালে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে আইএমএফের বিশ্লেষণের বরাত দিয়ে এ খবর বেরিয়েছে।

আইএমএফের মতে, আগামী মেয়াদে যিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হোন না তিনিই হবেন বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শেষ প্রেসিডেন্ট। ওবামা, মিট রুমনি ও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দৌড়ে রয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ লোক এ জন্য প্রস্তুত নয়। তারা এসময়ের ব্যাপারেও কিছু জানে না। এখনো বিশেষজ্ঞদের মুখে শোনা যাচ্ছে, আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার মুহূর্ত এখনো কয়েক দশক দূরে।

তবে আইএমএফের কর্মকর্তারা বলছেন, তারা ভুল হিসেব কষছেন। তারা কেবল দুই দেশের অভ্যন্তরীণ বিভিন্ন পণ্যের তুলনা করে এসব কথা বলছেন।

চলতি বছর চীনের অর্থনীতি ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, ২০১৬ সালে সেটা হবে ১৯ ট্রিলিয়ন ডলার। একইসময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ১৫ দশমিক ২ টিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়াবে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।

১০ বছর আগেই যুক্তরাষ্ট্রের অর্থনীতির আয়তন ছিল চীনের অর্থনীতির তিনগুণ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।