ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘর্ষ বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘর্ষ বন্ধের আহ্বান

ব্যাংকক: উত্তেজনাপূর্ণ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সংঘর্ষ বন্ধে মঙ্গলবার কূটনৈতিক চাপ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দুই দেশের সীমান্ত অঞ্চলে নতুন করে চার দিনের সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছে ।

খবর এএফপির।

হিলারি ক্লিনটন প্রতিবেশী দুই দেশের সীমান্ত অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ওয়াশিংটন এই দুই দেশের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ’  

গত শুক্রবার সংঘর্ষ শুরুর পর থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে ২৬ হাজার অধিবাসীকে ঘরবাড়ি থেকে সরিয়ে ২২ টি আশ্রয় কেন্দ্রে রাখা  হয়েছে বলে কর্মকর্তারা জানান।

অপর দিকে, কম্বোডিয়ার সীমান্ত অঞ্চল থেকে ২২ হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে, গত ফেব্রুয়ারিতে প্রথম সংঘর্ষ শুরু হয়। এরপর দুই মাস অস্ত্রবিরতি চলে।

গোলাবর্ষণের ফলে এ পর্যন্ত কম্বোডিয়ার ৮ সেনা ও থাইল্যান্ডের ৫ সেনা নিহত হয়েছে। দুই দেশই সীমান্ত অঞ্চলে অতিরিক্তি সেনা মোতায়েন করেছে।

৯০০ বছর পুরনো হিন্দু মন্দির প্রিয়া বিহারের মালিকানা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।  

প্রিয়া বিহার মন্দিরটি কম্বোডিয়ার বাইরে অবস্থিত খেমাররুজ স্থাপত্যকলার অন্যতম নিদর্শন। ২০০৮ সালের জুলাইয়ে এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

১৯৬২ সালে আন্তর্জাতিক আদালত বিহারটির মালিকানা নিয়ে কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। তবে প্রতিবেশী দুই দেশই দাবি করে, মন্দিরের চারপাশে ৪ দশমিক ৬ বর্গকিলোমিটার এলাকা তাদের মালিকানাধীন।


বাংলাদেশ সময়: ১২০৩, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।