ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ২ পুলিশ নিহত

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুইজন পুলিশ সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।

খবর এএফপির।

সোমবার রাতে শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।   নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, রাতে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিরা পুলিশের ওপর গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

সংঘাতপূর্ণ শ্রীনগরে চলতি মাসে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে মুসলামান জঙ্গিরা লড়াই চালিয়ে আসছে।

১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে বিরোধপূর্ণ কাশ্মীরের দখল নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। দুই দেশই কাশ্মীরের নিয়ন্ত্রণ নিজেদের বলে দাবি করে ।

বাংলাদেশ সময়: ১৫২৮, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।