ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাঁই বাবার প্রতি শেষ শ্রদ্ধা মনমোহন-সোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
সাঁই বাবার প্রতি শেষ শ্রদ্ধা মনমোহন-সোনিয়ার

নয়াদিল্লি: ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

দুজনই সাঁই বাবার শবাধারের সামনে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।



অন্ধপ্রদেশের পুত্তাপার্থিতে সাঁই বাবার আশ্রমেই বাবাকে সমাহিত করা হবে। বাবাকে জীবন্ত ঈশ্বর বলে বিশ্বাস করতেন তার অনেক ভক্ত।

সারা বিশ্বে লাখো ভক্ত রয়েছে সাঁই বাবার। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সে গত রোববার তিনি পরলোক গমন করেন।

এদিকে, মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর পুত্তাপার্থি সফরকে ঘিরে বিস্তৃত পরিসরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের রাজনীতিবীদ, ব্যবসায়ী, বলিউড অভিনেতা এমনকি শচীন টেন্ডুলকারের মতো বিশ্বসেরা খেলোয়াড়ও ছুটে গেছেন বাবার আশ্রমে।

সাঁই বাবার ভক্তরা বিশ্বাস করেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। লাখ লাখ ভক্ত বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদের স্বপ্নপুরণ ও দূরারোগ্য ব্যাধী থেকে আরোগ্যের আশায় গুরুর কাছে আসতেন। সাঁই বাবার মৃত্যুর খবরে তার ভক্তকূল আশ্রমে ভিড় করছেন শুধু কেবল শেষবারের মতো গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য।

বাংলাদেশ সময়: ১৬৫৫, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।