ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০ বছরেই উইলিয়াম-কেটের বিচ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
১০ বছরেই উইলিয়াম-কেটের বিচ্ছেদ!

লন্ডন: ব্রিটেনের বাজিকররা রাজপরিবারের বিয়ে উপলক্ষ্যে কাড়ি কাড়ি টাকা আয়ের রাস্তা বের করেছেন। এ নিয়ে বাজি ধরা হচ্ছে লাখ লাখ পাউন্ড।



আগামী শুক্রবার অর্থাৎ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের দিনের মধ্যে ব্রিটেনের এ ‘শিল্প’ থেকে ১০ লাখ পাউন্ডের বেশি আয় হবে বলে ধারণা করা হচ্ছে।

বাজিকর উইলিয়াম হিল ওয়েস্টমিন্সটার অ্যাবির পাশে সোমবার একটি দোকান খুলে বসেছেন। এখানে তিনি খরিদ্দারদের উইলিয়াম-কেটের বিয়ের বিভিন্ন সম্ভাবনার কথা বলবেন। এই যেমন ওয়েস্টমিন্সটার অ্যাবিতে আসার সময় গাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা ৬৬-এর মধ্যে ১। বিয়ের বেদিতে ওঠার পর কেট সেখান থেকে উঠে আসবেন অর্থাৎ উইলিয়ামকে তিনি বিয়ে করবেন না জানিয়ে বেদি থেকে নেমে পড়বেন। এমনটি ঘটার সম্ভাবনা ১০০-তে ১।

খরিদ্দারদের জানানো হবে, বিয়ের দশ বছরের মধ্যে দম্পতির বিচ্ছেদ হয়ে যাবে এবং এই সম্ভাবনা ৮-এর মধ্যে ১। এই সম্ভাবনাটা বেশ জোরালো।

রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ বিয়ের অনুষ্ঠান চলাকালে কখন ঘুমিয়ে পড়বেন তা নিয়েও বাজি ধরছেন বাজিকররা। প্রিন্স ফিলিপের বয়স ৯০ ছুঁই ছুঁই।

আরেক বাজিকর রবার্ট ফস্টার বলছেন, তিনি বিয়েতে গাড়ি ভেঙে যাওয়ার ব্যাপারে কিছুই দেখছেন নাঅ। বরং বিয়েটা এক দশক বা তার কিছু বেশি দিন টিকবে বলে তিনি মত দেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।