ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ৫০০ বিক্ষোভকারী গ্রেপ্তার: ইউরোপের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
সিরিয়ায় ৫০০ বিক্ষোভকারী গ্রেপ্তার: ইউরোপের হুঁশিয়ারি

দামাস্কাস: সিরিয়ায় নিরাপত্তা বাহিনী মঙ্গলবার কমপক্ষে ৫০০ জন বিদ্রোহীকে গ্রেপ্তার করেছে। এদিন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা সিরিয়ার এ নিপীড়মূলক আচরণ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

খবর আলজাজিরা ও বিবিসির।

একটি যৌথ বিবৃতিতে ফ্রান্স ও ইতালি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতি সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপন দমন-পীড়ন বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

এর আগে য্ক্তুরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে ভাবছে ওয়াশিংটন। এরইমধ্যে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সিরিয়া ত্যাগেরও নিদের্শ দিয়েছে।

এদিকে, ব্রিটেন জানায়, দামাস্কাসের কাছে কঠোর বার্তা পাঠানোর ব্যবস্থা করছে তারা।

দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার দেশব্যাপী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৫০০ জন গণতন্ত্রপন্থী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সাবাশিয়া মঙ্গলবার জানায়, সেনারা ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর দারার রাজপথে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাবাশিয়ার কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দারায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কিন্তু তাদের নাম পরিচয় কিছু জানা যায়নি।

মানবাধিকার সংস্থাটি জানায়, এর আগে সোমবার সেনাদের তল্লাশি চালানোর সময় দারায় আরও ২৫ জন আন্দোলনকারী নিহত হয়। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।