ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
মিশরে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ

কায়রো: মিশর থেকে পাশ্ববর্তী দেশ ইসরায়েল এবং জর্ডানে গ্যাস সরবরাহ পাইপে বিস্ফোরণ ঘটেছে। একদল অস্ত্রধারী বুধবার সকালে হামলা চালালে এ বিস্ফোরণ ঘটে।

খরব বিবিসির।

উত্তর সিনাইয়ের আল-আরিস শহরে পাইপ লাইনে বিস্ফোরণের পর গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

চলতি মাসে আল আরিস শহরে গ্যাস পাইপ লাইনে এটি  দ্বিতীয় হামলা। ইসরায়েল সীমান্ত থেকে অঞ্চলটি মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অজ্ঞাত পরিচয় একটি সশস্ত্র গ্যাং এ হামলা চালিয়েছে। এর ফলে ইসরায়েল ও জর্ডানে গ্যাস সরবরাহে সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

লাইনে আগুন লেগে যাওয়ায় ভূমধ্যসাগরের তীরবর্তী মূল নিয়ন্ত্রণ কেন্দ্র পোর্ট সাইদে ভালবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর আশপশের লোকজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
মিশর বিশ্বের অন্যতম গ্যাস রপ্তানিকারক দেশ। প্রতিবেশী দেশ জর্ডানের ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন নির্ভর করে মিশরের গ্যাসের ওপর।

মিশর ইসরায়েল, জর্ডান এবং সিরিয়ায় কমদামে গ্যাস রপ্তানি করছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।