ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাখো ভক্ত চোখের জলে আর শ্রদ্ধায় চির বিদায় জানালেন সাঁই বাবাকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
লাখো ভক্ত চোখের জলে আর শ্রদ্ধায় চির বিদায় জানালেন সাঁই বাবাকে

পুত্তাপার্থি: ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে। বুধবার তার আশ্রমের প্রশান্তি নিলয়ামে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

খবর এনডিটিভির।

সাঁই বাবাকে মঙ্গলবারই পুত্তাপার্থিতে তার আশ্রমের কুলওয়ান্ত হলে নেওয়া হয়। দশজন পুরোহিত তার অন্ত্যষ্টিক্রিয়ার অনুষ্ঠান পরিচালনা করেন। এ অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। শুধু বাবার পরিবারের সদস্য ও তার ঘনিষ্টজনরা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে বড় পর্দায় অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। পরে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

এদিকে প্রিয় গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ ভক্ত গুরুর আশ্রমে এসে জড়ো হন। বুধবার আরো পাঁচ লাখ ভক্ত এসে জড়ো হয়েছেন।

গুরুর মৃত্যুতে চার দিনের রাষ্ট্রীয় শোক শেষে প্রদেশের অনন্তপুর জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে যাতে সাধারণ মানুষ গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

শীর্ষ রাজনীতিকদের মধ্যে বিজেপি নেতা এলকে আদভানি, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস যেদ্দায়ুরাপ্পা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি বুধবার গুরুর আশ্রমে উপস্থিত রয়েছেন।

এর আগে মঙ্গলবার গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিও অন্ত্যষ্টিক্রিয়ায় যোগ দেন।

এর আগে সাঁই বাবার অন্যতম ভক্ত শচীন তেন্ডুলকার স্ত্রী অঞ্জলিকে নিয়ে সোমবার পুত্তাপার্থিতে গিয়েছিলেন। এদিন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারও বাবার প্রতি শ্রদ্ধা জানান।

হিন্দুদের মধ্যে শবদাহ করার প্রথা থাকলেও সাঁই বাবাকে সমাধিস্থ করা হয়েছে। হিন্দুদের মধ্যে পবিত্র ধর্মগুরুদের সমাধিস্থ করার প্রথা প্রচলিত রয়েছে।

ভারতের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে গুরুর লাখ লাখ ভক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।