কাঠমন্ডু: নিজেদের অধিকার সংরক্ষণ ও নতুন সংবিধানের দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে নেপালের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো। বুধবার তারা রাজধানী কাঠমন্ডুসহ কয়েকটি শহর অচল করে দিয়েছে।
পুলিশের মুখপাত্র নাওয়া রাজা ঢাকাল জানান, ধর্মঘটে দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাজধানীতে কোনো যানবাহন চলছেনা। ধর্মঘটের সঙ্গে যুক্ত থাকার দায়ে ১৯ জনকে আটক করা হয়েছে।
দেশের কোথাও কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ধর্মঘট সফল করতে বিভিন্ন শহরে লোকজন জড়ো হয়েছে বলে জানান তিনি।
দুই বছরের মধ্যে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি নিয়ে ২০০৮ সালে নেপালের পার্লামেন্ট নির্বাচন হয়। এর মাধ্যমে দেশটিতে ২৪০ বছরের রাজতন্ত্রের সমাপ্তি এবং রাজনৈতিক সংস্কার নিয়ে মাওবাদিদের সঙ্গে সৃষ্ট গৃহযুদ্ধের অবসান ঘটে।
তবে সংসদ নির্ধারিত সময়ে নতুন সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে গত বছরের মে পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু এরপরও খুব কমই অগ্রগতি হয়েছে। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ২৮ মে পর্যন্ত বর্ধিত সময়েও এ কাজ সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ধর্মঘট সংগঠকদের একজন মাল্লা কে সুন্দর বলেন, ‘আমাদের প্রধান দাবি নির্ধারিত সময়ের মধ্যেই পার্লামেন্ট একটি নতুন সংবিধান প্রণয়ন করুক। ’
তিনি বলেন, ‘১৯৫০ সাল থেকেই নেপালের জনগণ গণতন্ত্র এবং একটি ফেডারেল সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এ বিষয়গুলো এখনো প্রাতিষ্ঠানিক রুপ পায়নি। বর্ধিত সময়ের মধ্যে সংসদ যে নতুন সংবিধান নিয়ে আসতে পারবে তা নিয়ে আমরা সন্দিহান। ’
নেপালের ক্ষুদ্রজাতিগোষ্ঠীগুলোর দাবি, কয়েক দশকের বৈষম্য দূর করে এখন সংবিধানে তাদের অধিকার সংরক্ষিত থাকবে। দীর্ঘ দিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫, এপ্রিল ২৭, ২০১১