ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবাধিকার লঙ্ঘন তদন্তে লিবিয়ায় জাতিসংঘ দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১
মানবাধিকার লঙ্ঘন তদন্তে লিবিয়ায় জাতিসংঘ দল

ত্রিপোলি: লিবিয়াতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অভিযোগ তদন্ত করতে জাতিসংঘের একটি দল বুধবার ত্রিপোলিতে পৌঁছেছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংস বিক্ষোভে গাদ্দাফি সরকারের দমনপীড়নের অভিযোগের তদন্ত করবে দলটি।

খবর বিবিসির।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তত্ত্বাবধানে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। গাদ্দাফি সরকার বলেছে, তদন্ত কাজে কমিটিকে সব রকমের সহযোগিতা তারা করবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের তদন্ত করবে। সরকারের দাবি অনুযায়ী, সশস্ত্র বিদ্রোহী ও ন্যাটো বাহিনীর দ্বারা সংঘটিত অপরাধেরও তদন্ত করবে তারা। তবে এক্ষেত্রে গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই গত ফেব্রুয়ারির শেষের দিকে লিবিয়াতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।

সম্প্রতি খবরে জানা গেছে, মিসরাতা শহর পুনর্দখলে নিতে গাদ্দাফি বাহিনী বিদ্রোহীদের ওপর নির্বিচারে ভারী গোলাবর্ষণ করছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ফেব্রয়ারি থেকে এ পর্যন্ত সহিংসতায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

এদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে বহুসংখ্যক আহত লোককে জাহাজে করে নিয়ে আসা হচ্ছে। তাদের চিকিৎসা ও মানবিক সহায়তা এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।